Sunday, October 16, 2016

Dhaka Swadesh Sunvalley Abashan travels

Posted By: I will photoshop editing,image manipulation and best image retouching quality service - 7:19 AM
যদি অাপনি ঢাকার মধ্যে সবথেকে সুন্দর কাঁশবন দেখতে চান অার অক্সিজেন যুক্ত বাতাসে খেতে চান যেখানে অাপনি বা অাপনারা ছাড়া অার কোন মানুষ(কিছু অমানুষ অাছে) থাকবে না প্রায় ৫ কি:মি: এলাকা শুধু অাপনারা থাকবেন যা ইচ্ছা তাই করবেন ইচ্ছা হলে গলা ছেড়ে চিল্লাবেন কেউ দেখবে না শুনবে না এমন জায়গায় যেতে চান তাহলে এটাই সেই জায়গা। পরিবেশ নষ্ট হওয়ার অাগে এখনি ঘুরে অাসুন। চারদিকে কাঁশবন দুদিকে পানি মাঝে ইটের রাস্তা, সেখানে কাশফুলের পালক পরে এমন হয়ে অাছে মনে হবে সাদা তুষার!! যেতে চাইলে এই ২ সপ্তাহ বেটার হবে তারপর অার কাঁশফুল পাবেন না। (কমেন্টে অারও ছাবি অাছে)
রিকয়ারমেন্ট: যে কোন ধরনের ৩ ও ৪ চাকার গাড়ি এন্ড মেয়েদের নিয়ে সেখানে যেতে পারবেন না। সাইকেল, মোটরসাইকেল, ভাল হাঁটতে পারার মত পা যে কোন একটা হলেই চলবে। মিনিমাম টিমমেট ৭-৮ জন হওয়া ভাল মোটরসাইকেল/ সাইকেল হলে ৪-৫ জন।
যেভাবে যাবেন: রামপুরা থেকে ৩০ টাকা রিকসা ভাড়া দিয়ে অাফতাবনগরের শেষ মাথায় লেকের পার যাবেন সেখান থেকে সোজা পায়ে হেটে স্বদেশ প্রপার্টিজের চেক পয়েন্টে ঢুকবেন তারপর সেখানে যেয়ে সিকিউরিটি চাচার সাথে নমনীয় ভাবে কথা বলে নাম রেজিস্টার করবেন ফেস ভাল হলে এমনি ঢুকতে দিবে না দিলে কপাল খারাপ মনে করবেন। যারা নতুন ঘুরাঘুরি করেন তাদের কাছে চেকপয়েন্ট পর্যন্ত গেলেই মনে হবে জীবন সার্থক তারপর সামনে হাঁটা শুরু করবেন অার ছবিতোলা বাদ দিয়ে সৌন্দর্য উপভোগ করবেন। প্রায় ৫ কি:মি: হাটার পথ একটাই রাস্তা হারানোর ভয় নেই বেশি ভয় পেলে গুগল ম্যাপ দেখে হাটবেন তারপর স্বদেশ প্রপার্টিজের একদম সামনের ১ কি:মি: এ সিকিউরিটি গার্ড থাকবে পথ হারালে তারাই বলে দিবে কোনদিক দিয়ে বের হবেন। স্বদেশ প্রপার্টিজ থেকে বের হয়ে রিকসায় করে বাড্ডা চলে অাসতে পারেন হাতে সময় থাকলে বালু নদী দেখতে বেড়াইদা যেতে পারেন। নদী দেখে লস হবে না, বেড়াইদা থেকে চাইলে ট্রলার রিজার্ভ করে (৫০০ টাকার মত নিবে) মেরাদিয়া অাসতে পারবেন অথবা বালু নদী নৌকায় প্রতিজন ৫ টাকা দিয়ে পার হয়ে সিএজি / অটোতে করে কাঞ্চন সেখান থেকে ট্রলারে ১০ টাকা করে ত্রিমোহনি সেখান থেকে সিএজিতে ১৫ টাকা করে মেরাদিয়া, চাইলে ১০০ টাকা বাড়িয়ে ত্রিমোহনি না নেমে সোজা মেরাদিয়া অাসতে পারবেন সেখান থেকে রামপুরা রিকসা/বাস।
যা মনে অার মাথায় রাখাবেন: জায়গাটা ভাল না দিন-দুপুরে এখানে ছিনতাই বা অারও খারাপ কিছু হয়, সন্ধার অাগে স্বদেশ প্রপার্টিজ থেকে বের হবেন এনিহাউ। নিজের রিস্কে যাবেন বিপদে পড়লে অামাকে গালি না দিয়ে অাল্লাহকে স্বরন করবেন। অার ইনবক্য এ গফ নিয়ে যাওয়া যাবে কিনা অাস্ক করার অাগে রিকয়ারমেন্ট অাবার পড়ে দেখবেন। মনে রাখবেন রিস্ক শুধু স্বদেশ প্রপার্টিজ অার অাফতাবনগরের শেষ প্রান্তে বাকিটা না। রাস্তাটা হেটে পার করার পক্ষে কষ্টকর সাথে পানি নিবেন মাষ্ট।

About I will photoshop editing,image manipulation and best image retouching quality service

Organic Theme is officially developed by Templatezy Team. We published High quality Blogger Templates with Awesome Design for blogspot lovers.The very first Blogger Templates Company where you will find Responsive Design Templates.

0 comments:

Post a Comment

Copyright © 2015 Tourist Spots of Bangladesh || Blog for visiting, Traveling bangladesh

Designed by Templatezy | Distributed By Blogger Templates